April 20, 2025 | Sunday | 6:40 AM

দার্জিলিং এর বিখ্যাত হোটেলগুলির সাথে পাল্লা দিচ্ছে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ

0

TODAYS বাংলা: দার্জিলিং এর বিখ্যাত হোটেলগুলির সাথে পাল্লা দিচ্ছে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ। উত্তরবঙ্গের পর্যটকদের এবারে নতুন আকর্ষন মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প।এন জেপী ষ্টেশন থেকে গাড়িতে গেলে লাগবে তিন ঘন্টা।চারিদিকে প্রকৃতির অসাধারন দৃশ্য কিছুক্ষনের জন্য হলেও আপনাকে থামিয়ে দেবে। মাদারীহাটের সন্ধ্যাবেলার প্রকৃতির মনোরম দৃশ্য ভারতের যেকোন জায়গার সাথেই পাল্লা দিতে পারে।ওই দ্য রয়াল হেরিটেজের মালিক পঙ্কজ দত্ত বর্তমানে শিলিগুড়িতে থাকেন।

তার নিজের ব্যাবসা ফায়ার কিলসের আছে।তারই ফাকে তিনি তৈরী করেছেন তার এই নতুন ঠিকানা।জানালেন করোনার কারনে মানুষ দুবছর আসতে পারেন নি,এই বছরে একেবারে ঢল নেমে গেছে।এই মাদারীহাটের রিসোর্টে আসলে আপনি সবকিছু ভুলে যাবেন। সন্ধ্যায় সাওতালদের নৃত্য আপনাকে মাতিয়ে রাখবে।এই রয়াল হেরিটেজে আসলে সন্ধ্যায় আপনি ওই দ্য রয়াল হেরিটেজ থেকেই দেখতে পাবেন বাঘ এবং হাতি।তাছারাও সন্ধ্যায় আপনি পাবেন সাওতালদের নৃত্য।শুধু দ্য রয়াল হেরিটেজে থাকলেই আপনি পাবেন প্রকৃতির এক অপরুপ আনন্দ।এখন মানুষ আসছেন কলকাতা এবং তার আশেপাশের জায়গা থেকে। আর বেশীদিন নেই উত্তরবঙ্গের সবচাইতে আকর্ষনীয় জায়গা হতে চলেছে দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *