May 16, 2024 | Thursday | 6:16 PM

TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে ৩৯ পল্লী শারদোৎসবের কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম :
৩৯ পল্লী শারদোৎসব

১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ ১৪ তম বর্ষ

২) এবারের থিম কি?
উঃ চালুনি

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ আমাদের এই পূজোটা রাস্তার উপর তাই বেশি দিন সময় পাওয়া যায় না তাই পূজোর উদ্যোগটা ২০ দিন আগে থেকে নেওয়া হয়।

৪) থিমের ভাবনার কারণ?
উঃ যিনি রাঁধেন তিনি চুল ও বাঁধেন

আজকের পৃথিবীতে আর মেয়েরা পর্দানসীন নয় । তাঁদের সাবলীলতা ঘর ও বাহির নিরপেক্ষ । সংসার সামলানোর সাথে সাথে তাঁরা নিজ নিজ ক্ষেত্রে কর্মরতা । তাঁরা দু হাতেই দশ হাতের সমান । একজন পুরুষের ক্ষেত্রে পেশাগত দায়বদ্ধতাই শেষ কথা হলেও , একজন পেশাদার নারীর ক্ষেত্রে গৃহকর্মের দায়িত্ব পালনও অনিবার্য ।

এই দ্বৈত সত্ত্বা কে কোথাও গিয়ে মিলিয়ে দেয় কিছু কিছু বস্তু । একজন মহিলা রাজমিস্ত্রী হিসাবে বালি চালায় যতটা পেশাদার ঠিক তেমনই সে নিজের স্বজন দের জন্য খাদ্য প্রস্তুতকালীন আটা চালার ক্ষেত্রে ততটাই স্নেহশীল । শুদ্ধিকরণের এই সরঞ্জামে কোথাও যেন বিলীন হয়ে যায় ঘরের ও বাইরের সীমারেখা । একটি নারীর দক্ষতা অতিক্রম করে সকল গন্ডি । আর এভাবেই নারীর পরিধির ব্যাপ্তি ঘটায় একটি চালুনি !

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *