ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েশন এবারের থিম “প্রারম্ভিক “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েশন কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-


পুজো কমিটির নাম :
ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েশন
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ ৪২ বছর

২) এবারের থিম কি?
উঃ প্রারম্ভিক
৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ ১.৫ মাস

৪) থিমের ভাবনার কারণ?
উঃ থিমের ভাবনার করন হচ্ছে দর্শনার্থীদের কাছে নতুন কিছু সৃষ্টি পুরনোর মধ্যে দিয়ে তুলে ধরা