ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম “মোহনবাঁশী”
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কমিটির কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম :- ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটি
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উ:- ৫৩ তম বর্ষ

২) এবারের থিম কি?
উ:- মোহনবাঁশী বাজবে এবার আগমনীর সুরে
৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উ:- আগস্ট মাস থেকে নেওয়া হয়েছে
৪) থিমের ভাবনার কারণ?
উঃ দুর্গাপূজা তো প্রতি বছরই হয়, এবারও হচ্ছে, কিন্তু এই বছরের শারদোৎসব একটু আলাদা আপামর বাঙালির কাছে, বিগত দু বছরে অতিমারির প্রকোপের পর এই বছর যেন আমরা কিছুটা মুক্তির স্বাদ পেয়েছি…তার ওপর ২০২১ সালে বাংলা তথা কলকাতার দুর্গোৎসব “UNESCO” র হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়, দুর্গোৎসব আজ বিশ্বজনীন, “UNESCO” র স্বীকৃতি কে সন্মান জানাতে এবারের পুজো হবে উৎকর্ষতার পুজো।

যেহেতু মা দুর্গার মূর্তি কে ঘিরে যাবতীয় আয়োজন তাই এই বছর মা দুর্গার মূর্তির উৎকর্ষতাকেই প্রাধান্য দিয়েছি আমরা।
আর এই ক্ষেত্রে সাবেকি দুর্গাপূজাকে যিনি নতুন আঙ্গিকে আধুনিক করে তুলেছিলেন নিজস্ব স্টাইলে তিনি স্বনামধন্য মৃত্শিল্পী মোহনবাঁশী রুদ্র পাল। কুমোরটুলিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারিতে থেকে যাবে এই মৃত্শিল্পীর নাম৷ স্বনামধন্য সেই মৃত্শিল্পী মোহনবাঁশী রুদ্র পালের প্রতিমা ই আমাদের বিষয় ভাবনার অন্যতম অংশ।
মোহন বাঁশি একটি বাদ্যযন্ত্রও বটে, আর তার সাথে জড়িত ভগবান শ্রীকৃষ্ণের নাম। পুরাণ মতে যে কৃষ্ণ সেইই কালী আর কালীর অন্য এক রূপ মা দুর্গা।
মূর্তির সঙ্গে মণ্ডপের সামঞ্জস্যতা তৈরির ক্ষেত্রে আমরা তাই ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর মোহন বাঁশিকেই বেছে নিয়েছি,

আমাদের এই বছরের বিষয় ভাবনা “মোহনবাঁশীতে বাজবে এবার আগমনীর সুর”,
প্রতিমা থেকে মণ্ডপ সর্বত্রই থাকবে মোহনবাঁশীর উপস্থিতি, মণ্ডপে ধ্বনিত হবে মোহন বাঁশীতে মায়ের আগমনী সুর, কৃষ্ণের মোহনবাঁশীর সুরে যেমন মানুষ মন্ত্রমুগ্ধ হয়, আমাদের প্রতিমা দর্শনে ও মানুষ একই ভাবে মন্ত্র মুগ্ধ হবে আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি প্রতিমাই পুজোর মূল অংশ। তাই প্রতিমা তেই আমাদের ভরসা।