May 17, 2024 | Friday | 4:13 AM

ত্রিধারা সম্মিলনীর এবারের থিম “মেদিনীপুরের কারিগরদের কুটির শিল্প”

0

TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে ত্রিধারা সম্মিলনীর কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

১) পুজো কমিটির নাম
উঃ পুজো কমিটির নাম : বান্ধবপল্লী সার্বজনীন দুর্গোৎসব
পরিচালনায় : ত্রিধারা সম্মিলনী

২) কত বছরের পুজো?
উঃ ৭৫ বছরের

৩) এবারের থিম কি?
উঃ এই বছর, আমরা মেদিনীপুরের কারিগরদের নিয়ে মণ্ডপ সাজিয়েছি যারা প্রাচীনকালের কুটির শিল্প করতেন। আমড়ার বীজ, বেলের খোল, পাঠ কাঠি, প্লাইউড, পাঠের দড়ি চট, কাপড়, বাঁশ, কাঠের বাটাম ইত্যাদি দিয়ে মন্ডপ, আমাদের মন্ডপকে মন্দিরের রূপ দেওয়ার চেষ্টা করার হয়ছে।

৪) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ প্যান্ডেল তৈরি উদ্যোগ পুজোর আড়াই মাস আগে থেকে শুরু হয়

৫) থিমের ভাবনার কারণ?
উঃ থিমের ভাবনার কারোন আমরা এখন কলকাতা নামি শিল্পীদের দিয়ে সবাই কাজ করার। কিন্তু আমারা কথাওনা কোথাও এই প্রাচীন কালের শহরের বাইরে শিল্পীদেরকে পিছনে ফেলে আসছি তাই আমরা এই উদ্যোক্ত নিয়ে মেদিনীপুরের গ্রামের শিল্পীদেরকে নিয়ে কাজ করার উৎসাহিত হই।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed