আর দুদিন পরে রঙের উৎসব হোলি,এই কারণে হাওড়া দিঘা হাওড়া স্পেশাল টানা ছয় দিন চলবে
TODAYS বাংলা: আর দুদিন পরে রঙের উৎসব হোলি,এই কারণে হাওড়া দিঘা হাওড়া স্পেশাল টানা ছয় দিন চলবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে হোলি উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত লাগাতার ছয় দিন হাওড়া দীঘা হাওড়া স্পেশাল ট্রেন চলবে।
এই ট্রেন যাত্রাপথে উলবেরিয়া, সাঁতরাগাছি, মেচেদা সহ একাধিক স্টেশনে দাঁড়াবে। এই ঘোষণার পর স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা।