May 10, 2024 | Friday | 2:49 PM

সময় বদলিয়েছে পদাতিকের তাই বিপাকে যাত্রীরা

0

TODAYS বাংলা: সময় বদলিয়েছে পদাতিকের তাই বিপাকে যাত্রীরা।হঠাৎ করে সময় পরিবর্তন করেছে উত্তরপূর্ব রেল তাই বিপাকে যাত্রীরা।ডাউন পদাতিক এক্সপ্রেস নিউজলপাইগুড়ি থেকে শেয়ালদা যাবার সময় পরিবর্তন করে রাত নটার পরিবর্তে করেছে সন্ধ্যা সাতটা পয়তাল্লিশ।হঠাৎ করে এই সময়সূচীর পরিবর্তন বিপাকে ফেলে দিয়েছে যাত্রীদের।কারন শিলিগুড়ি থেকে কলকাতা যেতে বেশীরভাগ যাত্রীরাই দার্জিলিং মেলের পরে পদাতিক এক্সপ্রেসকেই পছন্দ করেন।তাই এইভাবে সময় পরিবর্তন হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ে গেছেন অনেক যাত্রীরা।এই প্রসঙ্গে উত্তর পূর্ব রেলের এরিয়া ম্যানেজার সঞ্জয় সোম জানান এখানে উত্তরপূর্ব রেলের কিছুই করবার নেই।এই পরিবর্তন হয়েছে ভারতীয় রেলের মুল জায়গা থেকেই।আমরা জানি যাত্রীদের এই হঠাৎ করে পরিবর্তনের কারনে অনেক অসুবিধা হচ্ছে,তবে মেনে চললেই সব ঠিক হয়ে যাবে।শুধু শিলিগুড়ির লোকেদেরই নয় এই পরিবর্তন অসুবিধায় ফেলে দিয়েছে কলকাতার মানুষদেরও।যারা একদিনে এসে একদিনে ফিরে যেতে দার্জিলিং এর পরে পদাতিককেই পছন্দ করেন।সময় পরিবর্তন করে দেওয়ার ফলে আমাদের রাতের খাওয়া নিয়ে উঠতে হচ্ছে। আটটায় দার্জিলিং মেল তার পনেরো মিনিট আগে পদাতিক একবারে দুটো ট্রেন ছেড়ে দেওয়ায় যাত্রীরা সবাই দার্জিলিং মেলকেই পছন্দ করছেন।সব যাত্রীদের কথায় আমাদের দ্বিতীয় পছন্দ ছিল পদাতিক।কিন্তুু একই সময় হয়ে যাওয়ায় আমরা সবাই দার্জিলিং মেলেই যাতায়াত করছি।আবার কি পরিবর্তন হবে পদাতিকের সময়ের।এন জেপী রেলের এক উচ্চপদস্থ অফিসার জানিয়ে দিলেন সেই আশা না করাই ভালো,তবে একেবারে হবে না এটাও ভাবা অনুচিত।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *