May 18, 2024 | Saturday | 11:41 AM

মহিলা পুরোহিত দিয়ে বিয়ে সম্পন্ন

0

TODAYS বাংলাঃ চিরাচরিত সামাজিক নিয়ম না মেনে, সম্পূর্ণ নতুন নিয়মের সৃষ্টি করে সোমবার রাতে চাঁদপাড়া এলাকায় আয়োজিত হল এক বিয়ের আসরের, আর পাঁচটা বিয়ের অনুষ্ঠানের মতোই সেজে উঠেছিল চাঁদ পাড়ার বৈদ্য বাড়ী, সবই ঠিকই ছিল, কিন্তু বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য নিয়ম,
বৈদ্যবাড়ী সদস্যদের দাবি, পুরুষশাসিত সমাজে মহিলারা অবহেলিত, আর সেই কারণেই সমাজকে নতুন আলোর দিশা দেখাতে নতুন পথে হাটছি আমরা।


বিয়ে বাড়ির বিয়ের আসরে পুরুষ পুরোহিতের বদলে দেখা গেল মহিলা পুরোহিতকে, সমস্ত নিয়ম-নীতি মেনে মহিলা পুরোহিত কে দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হলো, বদল ছিল একটি নিয়মের কন্যা সম্প্রদান হবে না, এ বিষয়ে বৈদ্যবাড়ী সদস্যরা বলেন, মেয়েরা কোন পণ্য নয় অতএব কন্যাদান যেই রীতি আছে সেটাকে আমরা মানি না, কারণ মেয়েরাও মানুষ, দান কথার অর্থ কোন বস্তুকে দিয়ে দেওয়া, অতএব মেয়েরা কোন বস্তু নয়, এছাড়াও বিয়ের পরে মায়ের ঋণ শোধ করার একটি নিয়ম থাকে, এ বিষয়ে তাঁরা বলেন মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, আর এই নিয়মটা আমরা মানবো না,
নতুন নিয়মে বিয়ের প্রথা শুরু করায় আমাদের মূল উদ্দেশ্য,

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *