May 18, 2024 | Saturday | 5:43 PM

রাজ্যের করোনা আপডেট

0

TODAYS বাংলাঃ পশ্চিমবঙ্গে আরও তলানিতে চলে গেল করোনাভাইরাসের সংক্রমণ। ফলে বইমেলার প্রথম দিন করোনা সংক্রমণের ছবিটা দেখে অনেকটাই স্বস্তিতে রাজ্যবাসী। মৃত্যুও কমে গিয়েছে অনেকটাই।

রাজ্যের কোভিড পরিস্থিতি

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৯ জন।
২০২০ সালের ২১ মে শেষ বার রাজ্যে সংক্রমণ ছিল একশোর নীচে। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ১০৭।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৪ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯২ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ১৭৬ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.০৫ শতাংশে।

রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৮২৮ জন। গত ২৪ ঘণ্টায় ১১৬ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৮৬ শতাংশ।

দৈনিক সংক্রমণের হার আরও কমল

সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার বেশ অনেকটাই কমে গিয়েছে। এই সময়সীমায় রাজ্যে ১৭ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ০.৫০ শতাংশ।

কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি

কলকাতার সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে মাত্র ১৪ জন এবং পড়শি উত্তর ২৪ পরগণায় ১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৩৫ এবং ৩১ জন। দুই জেলাতেই কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৪ লক্ষ ২ হাজার ৯৮৮। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩১০ জন এবং উত্তর ২৪ পরগণায় ২৭৭ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৬৫২ এবং ৫৩৩৮ জনের।

রাজ্যের বাকি জেলার চিত্র

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ দেখে নিন।

১) আলিপুরদুয়ার

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -৭

২) কোচবিহার

নতুন করে আক্রান্ত -৩

সুস্থ হলেন- ৪

৩) দার্জিলিং

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -৯

৪) কালিম্পং

নতুন করে আক্রান্ত -১

সুস্থ হলেন -২

৫) জলপাইগুড়ি

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -৭

৬) উত্তর দিনাজপুর

নতুন করে আক্রান্ত -১

সুস্থ হলেন -৩

৭) দক্ষিণ দিনাজপুর

নতুন করে আক্রান্ত -৪

সুস্থ হলেন -৫

৮) মালদহ

নতুন করে আক্রান্ত -১

সুস্থ হলেন -৭

৯) মুর্শিদাবাদ

নতুন করে আক্রান্ত -১

সুস্থ হলেন -৫

১০) নদিয়া

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -১১

১১) বীরভূম

নতুন করে আক্রান্ত -২

সুস্থ হলেন -৯

১২) পশ্চিম বর্ধমান

নতুন করে আক্রান্ত -৪

সুস্থ হলেন -৬

১৩) পূর্ব বর্ধমান

নতুন করে আক্রান্ত-৪

সুস্থ হলেন-৮

১৪) বাঁকুড়া

নতুন করে আক্রান্ত-৫

সুস্থ হলেন -৭

১৫) পুরুলিয়া

নতুন করে আক্রান্ত -৩

সুস্থ হলেন -২

১৬) পূর্ব মেদিনীপুর

নতুন করে আক্রান্ত -২

সুস্থ হলেন -৪

১৭) পশ্চিম মেদিনীপুর

নতুন করে আক্রান্ত-২

সুস্থ হলেন -৭

১৮) ঝাড়গ্রাম

নতুন করে আক্রান্ত -১

সুস্থ হলেন- ২

১৯) দক্ষিণ ২৪ পরগণা

নতুন করে আক্রান্ত -৫

সুস্থ হলেন -১৪

২০) হুগলি

নতুন করে আক্রান্ত -২

সুস্থ হলেন -৯

২১) হাওড়া

নতুন করে আক্রান্ত -৩

সুস্থ হলেন -১০

উল্লখিত জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন করে রোগী মারা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগণায়।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed