সঞ্চালককে চড় মারলেন উইল স্মিথ
TODAYS বাংলা: ৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ হটাৎ সঞ্চালককে চড় মারলেন উইল স্মিথ।
চোখের সামনে এমন কাণ্ড দেখে হতবাক দর্শকরা।

হঠাত্ কেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ এতটা রেগে গেলেন, যে স্টেজে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মারলেন!

অস্কারের মঞ্চে সঞ্চালনা করার সময় নানা রকম রসিকতা করে যাচ্ছিলেন কমেডিয়ান ক্রিস রক। হঠাত্ই উইল স্মিথের (Will Smith) স্ত্রী জাডা পিঙ্কেট নিয়ে রসিকতা শুরু করে দেন করে দেন ক্রিস।

যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

পরে অবশ্য সেরা অভিনেতার অস্কার পুরস্কারের নাম ঘোষণার সময় উইল স্মিথের কাছে ক্ষমাও চেয়েছেন কমেডিয়ান ক্রিস।
