April 20, 2025 | Sunday | 3:13 AM

দুশ্চিন্তা পোস্ত প্রেমীদের!

0

TODAYS বাংলা; পূর্বা রায়: আলু পোস্ত, পটল পোস্ত, চিংড়ি পোস্ত যে কোন সাদামাটা খাবারে পোস্ত দিলে তার স্বাদ বেড়েছে দ্বিগুণ। যার বাজারমূল্য এখন 2000 টাকা কেজি। তবে এই লোভনীয় পোস্তর দাম বিশ্ববাজারে বিশেষত ভারতে আরো বাড়বে বলে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।


সম্প্রতি আফগানিস্তানে আফিম সহ সব ধরনের মাদক চাষ বন্ধ করে দেয় তালিবান পুনরায় ক্ষমতায় আসতে।

রাষ্ট্রপুঞ্জের দেওয়া হিসেব অনুযায়ী ২০১৭ শুধু আখি মেরি ১.৪ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল আফগানিস্তান সরকার। এতদিন তা চলছিল এভাবেই।

তবে রবিবার তালিবান সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা নির্দেশিকা জারি করে বলেন, ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের মানুষকে জানানো হচ্ছে দেশের মতো আর কোনো মাদকের চাষ করা যাবে।

‘ নির্দেশ অমান্য করলে ফসল নষ্ট এর পাশাপাশি শরিয়তি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে দেওয়া হয়। সুতরাং সবার প্রিয় পোস্তর দাম আরো বাড়বে সেটা আর বলতে বাকি রাখছো না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *