May 13, 2024 | Monday | 5:07 PM

ভোটের পরে কি বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্য

0

অর্পিতা মাইতিঃ ভারতে পেট্রোল-ডিজেলের মূল্য গত তিন মাসের অধিক সময় ধরে অপরিবর্তিত রয়েছে।২০১৭-র পর থেকে দেশবাসীর দেখা পেট্রোপণ্যের মূল্যের স্থিতাবস্থার মধ্যে এটিই হল সর্বোচ্চ দীর্ঘমেয়াদী। এর ফলে জনসাধারণের অনেকটাই স্বস্তি হয়েছে বটে, বিশেষত বাইক এবং গাড়ির মালিকদের। এর আগে ২০২০-র ১৭ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত টানা ৮২ দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল।

দেশে পেট্রোপণ্যের মূল্য গগনচুম্বী হওয়ায় ৪ নভেম্বর, ২০২১-এ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর যথাক্রমে লিটার প্রতি ৫ ও ১০ টাকা শুল্ক ছাড়ের ঘোষণা করে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলও তাদের প্রাপ্য ভ্যাটের উপর ছাড় দেওয়ার কথা জানায়।

আজ কলকাতায় এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.৬৭ টাকা ও ৮৯.৭৯ টাকা। দেশের রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫.৪১ টাকা ও এক লিটার ডিজেলের মূল্য ৮৬.৬৭ টাকা। অন্যদিকে মুম্বাই ও চেন্নাইতে পেট্রোলের দর যথাক্রমে ১০৯.৯৮ টাকা ও ১০১.৪০ টাকা। এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৪.১৪ টাকা ও ৯১.৪৩ টাকা।

প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যের এই স্থিতাবস্থার কারণ স্বরূপ দেশের পাঁচ রাজ্যে অর্থাত্‍ উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, মনিপুর এবং উত্তরাখন্ডে নির্বাচনের কথা মাথায় রেখেই মোদি সরকার মুখে কুলুপ এঁটেছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, এই পাঁচ রাজ্যের ভোট মিটে গেলেই ফের চড়া হতে পারে পেট্রোল ও ডিজেলের দর

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed