May 10, 2024 | Friday | 3:38 AM

সমগ্র রাজ্যজুড়ে বনদপ্তরে কর্মী নিয়োগ চলছে, কীভাবে দাখিল করবেন আবেদনপত্র

0

TODAYS বাংলা: সমগ্র রাজ্যজুড়ে বনদপ্তরে কর্মী নিয়োগ চলছে। প্রতিটি জেলা থেকেই আবেদন জানাতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির পক্ষ থেকে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে। সেই অনুযায়ী এই নিয়োগ করা হবে সম্পূর্ণ অস্থায়ী পদে। কিন্তু কোনও পরীক্ষা দিতে হবে না।

ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।

আবেদন করার জন্য বয়স থাকা চাই ৩৫ বছরের মধ্যে। পদের নাম ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’। নিযুক্ত হলে বেতন পাবেন মাসিক ২২,৪০০ টাকা। যোগ্যতা থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর নিয়ে জুওলজি/ ওয়াইল্ডলাইফ বিষয়ে M.Sc পাশ। অ্যাকাডেমিক রেকর্ড ভালো হতে হবে।

কীভাবে আবেদন এবং কোথায় ইন্টারভিউ নেওয়া হবে?

ইচ্ছুক আবেদনকারীরা অনলাইন ও অফলাইন এই দুই ভাবেই আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতি : এই নিয়োগর আবেদনপত্র প্রথমে ফিলাপ করে নিতে হবে। তারপর তার সাথে যাবতীয় জরুরি ডকুমেন্টস যোগ করে একটি পিডিএফ ফাইল বানিয়ে ফেলতে হবে, সেই ফাইল পাঠাতে হবে এই [email protected] ই-মেইল আইডিতে। এর পাশাপাশি বিস্তারিত তথ্য https://www.northbengalwildanimalspark.in/ এই ওয়েবসাইটে ভিজিট করলেও পাওয়া যাবে।

অফলাইনে আবেদন পদ্ধতি : এখানে আবেদনপত্র নির্ভুল পূরণ করে পাঠাতে হবে ‘Director, North Bengal Wild Animal Park’ এই ঠিকানায়। খেয়াল রাখবেন আবেদনপত্রের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাটাচ থাকে। আবেদন করতে হবে ২১ মার্চের মধ্যে। আবেদন করার জন্য কোনও আবেদন ফি রাখা হয়নি। ইন্টারভিউয়ের জন্য তালিকাভুক্ত প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। তাই আবেদন করার পর এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *